Blogroll

স্রষ্টা মানুষ কে পৃথিবীতে পাঠিয়েছেন ভাল কিংবা খারাপ নানান গুণাবলী দিয়ে যেন মানুষ নিজেই নিজের জীবনকে পরিচালনা করতে পারে । দিয়েছেন বিবেক বুদ্ধি । এ জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত। মানুষ সৃষ্টির সেরা জীব বলেই অন্য কারো জীবন সে নষ্ট করবার ক্ষমতা কোনোভাবেই রাখেনা। মানুষের জীবন নষ্ট হয় তার নিজের জন্য। কেননা বিধাতার দেয়া গুণাবলীগুলো সে ভালভাবে কাজে লাগাতে পারেনা বিধায় বিপথে যায়, একটা সময় যখন সে অনুধাবন করতে পারে তার ভুলগুলো তখন সে অন্যর উপর দোষ দেয় । তাই কারো জীবন কেউ নষ্ট করতে পারে না ।মানুষ নিজেই নিজের জীবন নষ্টের জন্য দায়ী।

1 টি মন্তব্য: