Blogroll

জীবনের কত
কথা জমে থাকে না বলার
ভিড়ে। বছরের মত
বছর চলে যায় কিন্তু
বলা হয়ে ওঠে না।
না বলা কথা গুলো ভিড়
জমতে থাকে স্মৃতি নামক
খাতার পাতায়।
কখনো একাকী রজনী কিংবা বিষন্ন
দিনে না পাওয়ার
হিসেব গুলো বড্ড
জ্বালায় পোড়ায়
মনকে। যখন
বলাটা ভুল
মনে হয়ে ছিল
তখন বলা হয়নি, আজ
দেড় বছর পরে মনে হয়
বলাটাই মনে হয় ঠিক
ছিল। আবার তখন
যা ঠিক মনে হয়েছিল
তা আজ ভুল মনে হয়।
এখন তোমাকে অনেক
কিছু
বলতে ইচ্ছে করে।
কিছুই
তোমাকে বলা হয়নি
হয়ত কখনো হবেও না।
আমি এখন
মনকে নিছক
স্বান্থনা দেই
এবং অপেক্ষা করি সেই
দিনের প্রত্যাশায় ,
যখন
মনে হবে আমার
ভাবনা গুলো ভুল ছিল।
তাই আজ
তোমাকে বলতে যে ইচ্ছে করছে তা জমিয়ে রাখছি।
সময়ের
তালে চলতে চলতে হয়ত
মনে হবে না বলে ভালই
হয়েছে।
নিজের
সঙ্গে নিজেকে মেলাতে পারিনা।
যা অপছন্দের তা এখন
ভাল লাগে,
যা ঘৃনা ভরে দূরে সরিয়ে রেখেছি তা এখন
কাছে টানে।
যা কে নিয়ে কখনো স্বপ্ন
তো দূরের
কথা হঠাং করে কল্পনা ও
করিনি। তাই এখন
ধ্যান জ্ঞান।
কখনো বিষন্ন আবার
কখোনো ভাল
লাগা সব মিলে কেমন
জানি।
যা কাউকে বলতে পারিনা।
আর
কোনদিন পারব ও না।
স্মৃতির
পাতায় হয়ত এটাও
স্থান
করে নেবে। হয়ত
কয়েক বছর পর
তোমার সাথে হঠাৎ
গল্পের ছলে বলে দিব ।
অথবা কোন এক
স্মৃতি রোমন্থন
ক্ষনে অবসর পার
করব এসব
ভেবে ভেবে।
নতুবা ৩রা নভেম্ববরের
মত কাকতালীয়
ভাবে কখনো একাকী পায়ে হেটে যাওয়ার
সময় দেখা হয়ে যাবে,
যদিও বা কথা না।
তাতেই বা মন্দ কিসে।
যদি এভাবেই
কাটে জীবন। কাটুক
না । দিন বদলের
ক্ষণে।

২টি মন্তব্য: