Blogroll

একবার এক ছোট্ট ছেলে তার মায়ের সাথে শপিং
করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর
একটা ছেলেকে দেখে খুব খুশি হলো,সেতখন
একটা চকলেটের বাক্স নিয়ে এসে বললো,
'বাবু, তুমি এখান থেকে কিছু চকলেট নাও।'
কিন্তু ছেলেটি নিলো না।দোকানদার এতে ভীষন অবাক
হয়ে গেল! এত ছোট একটা ছেলে কিন্তু
কেন সে চকলেট নিচ্ছে না?তাই সে তাকে
আবার নিতে বললো।
এবার ছেলেটার মাও শুনতে পেল এবংবললো,
'তুমি চকলেট নিতে পারো বাবু।'
এরপরেও ছেলেটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিলোই
না তখন সেইদোকানদার নিজেই তার
হাত দিয়ে চকলেট তুলে সেই ছেলেটিকে দিলো।
এবার ছেলেটি চকলেট নিলো এবং সে তার
দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো।
বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো যখন
দোকানদার আংকেলতাকে চকলেট
নিতে বললো তখনসে তা নিলো না কেন?
আপনি কি ধারনা করতে পারেন ছেলেটি কি
উত্তর দিয়েছিলো? সে বললো,
''আম্মু!আমার হাত অনেক ছোট,তাই আমিযদি চকলেট
নিতাম তবে খুব কম নিতে পারতাম।
কিন্তু আংকেল যখন দিলো তখন সে তারবড় বড় হাত
দিয়ে দিলো,তাই দেখো,
আমি কত বেশি চকলেট পেলাম!''
শিক্ষাঃ আমরা যখন আল্লাহর পৃথিবীকিছু নেই
তখন খুব কমই নিতে পারি,কিন্তু যখনআমাদের
ভাল কাজের প্রতিদানে আমাদের কিছুদেন তখন
এত বেশি পরিমানে দেন যা আমরা চিন্তাও করতে পারি না।

২টি মন্তব্য: